আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৪৩

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যারা শিক্ষকতা গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ

. শাহরিয়ায় আজিম খান

ইস্ট টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটির একাউন্টিং, ফিন্যান্স, ইকোনমিক্স বিজনেস ডিপার্টমেন্টের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর . শাহরিয়ার আজিম খান। তিনি এর আগে ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত টেক্সাস টেক ইউনিভার্সিটি এবং ২০২০ থেকে ২০২২ পর্যন্ত ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ওকলাহোমায় অধ্যাপনা করেন। . খান ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্সে বি.বি.. করেন। ২০১৪ সালে ভার্জিনিয়ার সিএফএ ইন্সটিটিউট থেকে চাটার্ড ফিনান্সিয়াল এনালিস্ট এবং ২০২০ সালে টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে ফিনান্সে পিএইচ.ডি. করেন। ২০২৪ সালে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে হায়ার এডুকেশন টিচিং সার্টিফিকেট নেন।

. শাহরিন উপমা

ইউনিভািার্সটি অব মিনেসোটার হিউবার্ট এইচ. হামফ্রে স্কুল অব পাবলিক এ্যাফেয়ার্সের লিডারশিপ এন্ড ম্যানেজমেন্টের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর . শাহরিন উপমা। তিনি ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে বি.এস.এস. করেন। ২০১৬ সালে ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ইকোনমিক্সে এম.এসসি. করেন। আর ২০২১ সালে ইউনিভার্সিটি অব টেক্সাস, ডালাস থেকে পাবলিক এ্যাফেয়ার্সে পিএইচ.ডি. করেন।

. তাসনুভা ফারহিন

লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির ইলেকট্রিকেল এন্ড কম্পু্যটার ইঞ্জিনিয়ারিংএর এ্যাসিস্ট্যান্ট প্রফেসর . তাসনুভা ফারহিন। এর আগে তিনি ফ্লোরিডা ইন্সটিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি গ্রাজুয়েট রিসার্চ এ্যাসিস্ট্যান্ট, ইউনিভার্সিটি অব ফ্লোরিডা সুপারভাইজড টিচিং এ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেন। . ফারহিন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে কেমিকেল ইঞ্জিনিয়ারিংএ বি.এসসি. করেন ২০১৮ সালে। ২০২৪ সালে ইউনিভার্সিটি অব ফ্লোরিডা থেকে ইলেকট্রিকেল এন্ড কম্পু্যটার ইঞ্জিনিয়ারিংএ পিএইচ.ডি. করেন।

Related Posts