বাঙালী প্রতিবেদনঃ বিকেল থেকেই ম্যানহ্যাটানের রেডিও সিটি মিউজিক হলের সামনে ৫০ স্ট্রিটে তিন মেয়র প্রার্থীর সমর্থকরা নিজ নিজ প্রার্থীর প্লাকার্ড হাতে দাঁড়িয়ে গেছেন। তারা সকলেই উচ্ছ্বসিত। সমর্থকরা তাদের প্রার্থীদের জয়ের ব্যাপারে আশাবাদী। মূল নির্বাচনে জয়ের আগে তারা চান বৃহস্পতিবার সন্ধ্যার প্রথম মেয়র ডিবেটে যেন তাদের প্রার্থী জয়ী হন। জোহরান মামদানি, এ্যান্ড্রু কোমো এবং কার্টিস স্লিওয়ার...