২৫০০ শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ

বাঙালী প্রতিবেদনঃ ট্রাম্প প্রশাসনের নানাবিধ বিতর্কিত পলিসির প্রতিবাদে আজ শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন সিটিতে আয়োজিত হবে বিশাল বিক্ষোভ ও মিছিল। এই শান্তিপূর্ণ প্রতিবাদ—বিক্ষোভের নাম দেয়া হয়েছে ‘নো কিংস’। প্রেসিডেন্ট ট্রাম্পের কতৃর্ত্বপরায়ণ ক্ষমতার অপব্যবহার, প্রশাসনে দুনীর্তিসহ অন্যান্য এজেন্ডা নিয়ে যে বিক্ষোভ প্রতিবাদ হবে তাতে কয়েক মিলিয়ন মানুষ যোগ দেবে আমেরিকার ৫০িটি স্টেটের ২৫০০ সিটিতে। উল্লেখ্য গত ২৪ জুন এই ধরনের প্রথম প্রতিবাদ মিছিল হয় আমেরিকার ২১০০টি শহরে। এতে সব মিলিয়ে পাঁচ মিলিয়নেরও বেশি মানুষ যোগ দেয়।
নিউইয়র্ক সিটির ম্যানহ্যাটান, কুইন্স, ব্রুকলীন, স্ট্যাটেন আইল্যান্ড ও ব্রংক্সে এবং নিউজার্সির তিনটি শহরে এই বিক্ষোভ মিছিল হবে। যেসব জায়গায় এই মিছিল হবে সেগুলো হচ্ছে, ম্যানহ্যাটানের টাইমস স্কয়ার, মর্নিংসাইড হাইটস—ম্যানহ্যাটানভিল, ব্রুকলীনের পার্ক স্লোপ, স্ট্যাটেন আইল্যান্ডের ভিক্টরি বুলোভার্ড, কুইন্সের ফরেস্ট হিলস, নর্থ ইস্ট কুইন্সের ফ্রান্সিস লুইস বুলোভার্ড ও রকাওয়ে বিচ, ব্রংক্সের রিভারডেল ও ইয়োংকার্স ডাউনটাউন, নিউজার্সির জার্সি সিটি, উইহকেন ও ন্যুয়ার্কে।
এদিকে অরেগন স্টেটের পোর্টল্যান্ডে প্রেসিডেন্ট ট্রাম্পের ডোমেস্টিক মিলিটারাইজেশন পলিসির প্রতিবাদে পোর্টল্যান্ড ওয়ার্ল্ড নেকেড বাইক রাইডের আয়োজন করে। গত রবিবার কয়েক শ নারী—পুরুষ, তরুণ—তরুণী সম্পূর্ণ বা আংশিক নগ্ন হয়ে সাইকেলে নগর প্রদক্ষিণ করে। ওয়ার্ল্ড নেকেড বাইক রাইডের পক্ষ থেকে বা হয়, এই প্রতিবাদ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। এর মধ্য দিয়েই আমরা বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে পেরেছি। তবু এই প্রতিবাদ বাইক শোভাযাত্রা থেকে ডজন দুয়েক ব্যক্তিকে গ্রেফতার করা হয় সম্পূর্ণ নগ্ন হওয়ার কারণে। এই খবরটি দিয়েছে এসোসিয়েটেড প্রেস।