আইসিসি নারী বিশ্বকাপঃ এক ম্যাচে সর্বাধিক ছক্কার রেকর্ড || বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

স্পোটর্স প্রতিবেদনঃ রুবাইয়া হায়দার ঝিলিক দারুণ শুরু এনে দেওয়ার পর অপরাজিত ফিফটি করলেন সোবহানা মোস্তারি। তবে বাকিরা ব্যর্থ হওয়ায় সংগ্রহ থামল দুইশর নিচে। এরপর বোলিংয়ে একদমই হতাশ করল নাহিদা আক্তার মারুফা আক্তারকে ছাড়া খেলতে নামা বাংলাদেশ। অ্যালিসা হিলির টানা দ্বিতীয় সেঞ্চুরিতে তাদেরকে উড়িয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া।

বিশাখাপত্তনমে বৃহস্পতিবার আইসিসি নারী বিশ্বকাপের একপেশে ম্যাচে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে পুরো ওভার খেলে উইকেটে ১৯৮ রান করে তারা। জবাবে ২৪. ওভারে বিনা উইকেটে ২০২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছায় শক্তিশালী অস্ট্রেলিয়া।

একই মাঠে চার দিন আগে ভারতের বিপক্ষে ১০৭ বলে ১৪২ রানের ইনিংস খেলা হিলি এবার অপরাজিত থাকেন ৭৭ বলে ১১৩ রানে। অস্ট্রেলিয়ার অধিনায়কের ইনিংসে চার ২০টি। তিনি ৭৩ বলে সেঞ্চুরি পূরণের আগে ৬৭ রানে থাকাকালে সহজ ক্যাচ তুলেছিলেন। তা হাতছাড়া করেন ফারজানা হক। হিলির সঙ্গে অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ফিবি লিচফিল্ড ১২টি চার একটি ছক্কায় করেন ৭২ বলে ৮৪ রান। প্রথম ব্যাটার হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপের দুটি আলাদা আসরে টানা দুই ম্যাচে সেঞ্চুরির কীর্তিও গড়েন হিলি। ২০২২ সালে অনুষ্ঠিত আগের আসরে টানা দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ১২৯ ১৭০ রান। এর আগে ৬৭ বলে চলতি আসরে নিজের দ্বিতীয় ফিফটি স্পর্শ করেন সোবহানা। চারে নেমে লড়াই চালিয়ে তিনি খেলেন ৬৬ রানের ঝলমলে ইনিংস। ৮০ বল মোকাবিলায় মারেন নয়টি চার। ১৬৫ রানে উইকেট পড়ে যাওয়ার পর দশম উইকেটে ফারিহা তৃষ্ণার সঙ্গে তার জুটি ছিল ২৫ বলে অবিচ্ছিন্ন ৩৩ রানের। তৃষ্ণা অপরাজিত থাকেন বলে রানে।

নারী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় পুঁজি। যদিও তা শেষমেশ কাজে আসেনি। ২০২২ সালের বিশ্বকাপে ওয়েলিংটনে করা উইকেটে ১৩৫ রান ছিল তাদের আগের সর্বোচ্চ।

ব্যাটিংয়ে নেমে ঝিলিকের কল্যাণে দ্রুত ঘুরতে থাকে বাংলাদেশের রানের চাকা। উদ্বোধনী জুটিতে ফারজানার সঙ্গে ৫৪ বলে ৩২ দ্বিতীয় উইকেট জুটিতে শারমিন আক্তার সুপ্তার সঙ্গে ৫৩ বলে ৪১ রান যোগ করেন তিনি। তাকে থামতে হয় ৫৯ বলে আটটি চারের সাহায্যে ৪৪ রান করে। অ্যাশলি গার্ডনারকে স্লগ সুইপ করতে গিয়ে মিড অনে টালিয়া ম্যাকগ্রার তালুবন্দি হন তিনি। ঝিলিক আউট হওয়ার পর ভিত নড়ে যায় বাংলাদেশের। সোবহানা ছাড়া কেউ দায়িত্ব নিতে পারেননি। দুই অঙ্কের ঘরে আর যেতে পারেন কেবল সুপ্তা (৩৩ বলে ১৯ রান) নিগার সুলতানা জ্যোতি (৩৫ বলে ১২ রান) ছন্দে না থাকা বাংলাদেশের অধিনায়ক আবারও হতাশ করেন ব্যাট হাতে।

আগের ম্যাচগুলোতে লোয়ার মিডল অর্ডার থেকে রান এলেও এদিন তারা ভূমিকা রাখতে ব্যর্থ হন। স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন রাবেয়া খান সাজঘরে ফেরেন ক্রিজে থিতু হওয়ার আগে। বাংলাদেশের ইনিংসের তৃতীয় সর্বোচ্চ ২৮ রান আসে অতিরিক্ত খাত থেকে।

অস্ট্রেলিয়ার পক্ষে গার্ডনারের পাশাপাশি দুটি করে উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যালানা কিং জর্জিয়া ওয়্যারহ্যাম। একটি শিকার করেন মেগান শাট। তবে হিলি নন, ১০ ওভারে চারটি মেডেনসহ মাত্র ১৮ রান দেওয়া কিং হন ম্যাচসেরা।

ভারতঅস্ট্রেলিয়া ম্যাচে যত রেকর্ড

আইসিসি নারী বিশ্বকাপ দেখল রোমাঞ্চকর এক ম্যাচ। ভারতের বিপক্ষে নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া রোমাঞ্চকর তিন উইকেটের জয় তুলে নিয়েছে। ভারতের ৩৩০ রান তারা পেরিয়ে গেছে ওভার আগে। এই ম্যাচ শুধু দুই দলের দুর্দান্ত ব্যাটিংই নয়, বরং নারী ক্রিকেটের রেকর্ড বইয়ের একাধিক অধ্যায় নতুন করে লেখা হয়েছে।

নারী ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া

অস্ট্রেলিয়ার এই অসাধারণ জয় নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়া। তারা ছাড়িয়ে গেছে গত বছর পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার ৩০২ রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ডকে। একই সঙ্গে এটি নারী বিশ্বকাপের ইতিহাসেও সর্বোচ্চ রান তাড়া, যেখানে আগের রেকর্ড ছিল ২০২২ সালে অকল্যান্ডে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার করা ২৭৮ রান।

অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি দলের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'পুরো দল যেভাবে স্নায়ুচাপ সামলেছে, তাতে আমি দারুণ খুশি। এই ম্যাচ অনেক দিন স্মরণীয় থাকবে।'

নারী বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ ইনিংস

ভারত যদিও জয়ের দেখা পায়নি, তবে তাদের ব্যাটিং পারফরম্যান্স ছিল রেকর্ড ভাঙা। তাদের ৩৩০ রানের ইনিংস নারী বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ সংগ্রহ, যা ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ৩১৭/ রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

নারী ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সম্মিলিত রান

দুই দলের সম্মিলিত ৬৬১ রান নারী ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি রান এসেছে কেবল দুটি ম্যাচেগত মাসে দিল্লিতে একই দুই দলের মধ্যে (৭৮১ রান), এবং ২০১৭ সালের বিশ্বকাপে ব্রিস্টলে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার ম্যাচে (৬৭৯ রান)

নারী বিশ্বকাপে এক ম্যাচে সর্বাধিক ছক্কার রেকর্ড

নারী বিশ্বকাপে এক ম্যাচে সর্বাধিক ছক্কার রেকর্ডও ভাঙল এই ম্যাচে।

ভারত মেরেছে সাতটি ছক্কা, যার মধ্যে তিনটি এসেছে স্মৃতি মন্ধানার ব্যাট থেকে, আর অস্ট্রেলিয়া ছক্কা মেরেছে ছয়টিসব মিলিয়ে ম্যাচে ১৩টি ছক্কা।

বিশ্বকাপে অধিনায়কের তৃতীয় সর্বোচ্চ ইনিংস

অ্যালিসা হিলির অনবদ্য ১৪২ রান নারী বিশ্বকাপ ইতিহাসে কোনো অধিনায়কের তৃতীয় সর্বোচ্চ ইনিংস। তার ওপরে কেবল আরও দুই অস্ট্রেলীয় রয়েছেনবেলিন্ডা ক্লার্ক (২২৯* বনাম ডেনমার্ক, ১৯৯৭) এবং মেগ ল্যানিং (১৫২* বনাম শ্রীলঙ্কা, ২০১৭)

৩৭ বছর পর ইতিহাস গড়লেন আনাবেল সাদারল্যান্ড

আনাবেল সাদারল্যান্ডের দুর্ধর্ষ বোলিং (/৪০) ম্যাচের গতিপথ পাল্টে দেয়। এই টুর্নামেন্টে তিনি প্রথম বোলার যিনি পাঁচ উইকেট নিয়েছেন, এবং অস্ট্রেলিয়ার ইতিহাসে চতুর্থ খেলোয়াড় যিনি বিশ্বকাপে এমন কীর্তি গড়লেন। লিন ফুলস্টন ১৯৮৮ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষবার এমন কীর্তি করেছিলেন।

স্মৃতি মন্ধানার জাদুকরী রেকর্ড

স্মৃতি মন্ধানা আরেকটি মাইলফলক স্পর্শ করেছেনমিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় নারী হিসেবে ৫০০০ ওয়ানডে রান পূর্ণ করেছেন। মাত্র ২৯ বছর বয়সে নিজের ১১২তম ম্যাচে তিনি এই কীর্তি গড়েছেন, যা তাকে করেছে সবচেয়ে কম বয়সী দ্রুততম এই মাইলফলকে পৌঁছানো ব্যাটার। এছাড়া মন্ধানা নারী ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান পার করেছেন। ২০২৫ সালে এখন পর্যন্ত ১৮ ম্যাচে তার রান ১০৬২, যেখানে রয়েছে চারটি শতক চারটি অর্ধশতক।

Related Posts